অমৃত ভারত ষ্টেশন স্কিম মধ্যে শিয়ালদহ ডিভিশনে ১৮টা রেল ষ্টেশনকে বেছে নেওয়া হয়েছে
শনিবার, ১৭ জুন, ২০২৫ শিয়ালদহ থেকে সকাল ১১ ২২ মিনিট কল্যানি সিমান্তা লোকাল ট্রেনে করে সব সাংবাদিক বন্ধুদের কল্যানি ঘোষপাড়া রেল ষ্টেশন নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে সাংবাদিক বৈঠক করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একলভ্য চক্রবর্তী, ডিভিশনাল পার্সোনেল অফিসার, শিয়ালদহ এবং বিভাস চন্দ্র অধিকারী, সহকারী কমার্শিয়াল ম্যানেজার।
সারা ভারত বর্ষে ১৩০০০ হাজার রেল ষ্টেশন কে বেছে নেওয়া হয়েছে অমৃত ভারত ষ্টেশন স্কিম মধ্যে শিয়ালদা ডিভিশনে ১৮টা রেল ষ্টেশনকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে গেদে, কৃষ্ণনগর, বেথুয়াদুয়ারি, বহরামপুর, বনগাঁ , চাঁদপারা , কল্যানি, শিয়ালদা, দমদম, ব্যারাকপুর , নৈহাটি, সোনারপুর, বারাসাত, মধ্যমগ্রাম, রানাঘাট ইত্যাদি, এই ১৮টা রেল ষ্টেশনের জন্য মোটামটি বরাধ্য প্রআয় ৫০০ কোটি টাকা, ইতি মধ্যে ৯০ কোটি টাকা খারছা করা হয়েছে।
কল্যানি ঘোষপাড়া ছোট রেল ষ্টেশন হলে গুরুত্ব পূর্ণ রেল ষ্টেশন এবং কল্যানি ঘোষপাড়াতকে বেছে নেবার কারন শহরের প্রানকেন্দ্র শহর এখানে , AIMS, স্কুল, কলেজ, হাসপাতাল, ইএসআই হাসপাতাল, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, ডাকঘর, আদালত, আইটিআই, এস ডি ও অফিস, এসডি এল ও আর, আরটিও , খাদ্য সরবরাহ অফিস, ক্রিকেট একাডেমি এবং কল্যানি ঘোষপাড়াতে ৩০০ বর্ষেরের বেসি পুরানো সতী মায়ের মান্দির আছে খুব জাগ্রত যে খানে দোলের সময়ে মেলা বসে ও হাজার হাজার ভক্ত এই দিন মাকে পূজা দিতে আসেন।
বৈশাক মাসের প্রথম পূর্ণিমা রথ উৎস রাজা কৃষ্ণ চন্দ্র অনুমতি ক্রমে চালু হয় । দোলের সময়ে Extra train দেওয়া হয়।
প্রথম ফেস বেছে নেওয়া হয়। কল্যানি ঘোষপাড়া রেল ষ্টেশন নতুন করে পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে, পুরো প্ল্যাটফর্ম শেড করা হয়েছে, টিকিট কাউন্টার বাইরে শেড করা হয়েছে, সমূল্য শৌচালয়, শৌচালয় দিব্যাঙ্গজন, অসংরক্ষিত টিকিট জানালা,
display বোর্ড বসানো হয়েছে। প্ল্যাটফর্ম শেড নিচে LED Digital display ঘড়ি বসানো হয়েছে ও টিকিট কাউন্টার বাইরে একটা বড়ো LED Digital display ঘড়ি বসানো হয়েছে।
Comments
Post a Comment