ইন্ডিয়া বুক রেকর্ডসের" স্বীকৃতি পেল পেল পজিটিভ বার্তা

আড়ালে আবডালে নিউজ 
প্রাক্তন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন সুশান্ত বন্দোপাধ্যায়, শ্রীকুমার ব্যানার্জি, ডাঃ সুজিত ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়, শঙ্কর মণ্ডল, আব্বাস উদ্দিন মোল্লা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে
'পজিটিভ বার্তা'-র পক্ষে 'আইবিআর অ্যাচিভার অ্যাওয়ার্ড' গ্রহণ করলেন পজিটিভ বার্তার চিফ এক্সিকিউটিভ ও এম ডি ডাঃ মলয় পীট। 
ইতিবাচক ভাবনার স্বীকৃতি স্বরূপ 'পজিটিভ বার্তা'-কে আজ এই সম্মানে ভূষিত করা হয়।
সম্মাননা গ্রহণের পর 'প্রেস ক্লাব কলকাতা'-র প্রাঙ্গণে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডাঃ মলয় পীট বলেছেন,
"ডিজিটাল প্ল্যাটফর্ম ও কেবল নেটওয়ার্ক মাধ্যমের পর আগামী এক বছরের মধ্যেই স্যাটেলাইট প্লাটফর্মে পা রাখবে পজিটিভ বার্তা।
'ইণ্ডিয়া বুক অব রেকর্ডস'-এর এই স্বীকৃতি 'পজিটিভ বার্তা'-কে আরো বেশি করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সংবাদ পরিবেশনে উদ্বুদ্ধ করবে।"

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....