গঙ্গাসাগর মেলার ২০২৫ আগে

শুভ ঘোষ - গঙ্গাসাগর ২০২৫ পরিদর্শনে আসেন রাজ্যের অগ্নি নির্বাহক দপ্তরের মন্ত্রী সুজিত বোস এবং  সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা ও জি বি ডি-চেয়ারম্যান সীমান্ত মালি, দমকল দফতরের ডাইরেক্টর অভিজিৎ পান্ডে,এটিএম জেনারেল অনিক দাশগুপ্ত এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
তারপর সাংবাদিক বৈঠকে করেন  ৪জানুয়ারী ২০২৫ গঙ্গাসাগর মেলা অফিসে সাংবাদিকদের মুখোমুখি দমকলমন্ত্রী সুজিত বোষ বলেন ২০২৫‌ সালের গঙ্গা সাগর মেলায় যাতে কোন ভাবেই আগুন লাগার ঘটনা না ঘটে সেই বিষয়ে তীক্ষ্ণ নজর দারির ব্যবস্থা রাখা হচ্ছে। 
এই বছর স্থায়ী দমকল কেন্দ্র ছাড়া আরও ১২টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে।‌ কাকদ্বীপ,নামখানা,কচুবেড়িয়া এবং গঙ্গাসাগরে এই অস্থায়ী দমকল কেন্দ্রগুলি থাকবে।এই বছর ছোট বড় প্রায় ৫০টি দমকলের গাড়ি থাকবে। ৫০টি মোটরবাইক যেই গুলোতে হোম রাখা থাকবে সেগুলো ছাড়াও আরো ২৫ টি মোটর বাইক রাখা হচ্ছে।এই মোটর বাইক গুলিতে ৩০ লিটার জল পরিবহন করা যাবে। মুখ্যমন্ত্রী ইতিপূর্বে জানিয়েছিলেন ভিড়ের মধ্যে অথবা সরু রাস্তায় মোটরবাইক সুবিধা।
এই বাইকগুলোতে স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে। প্রয়োজনে আগুন নেভানোর সময় জল শেষ হয়ে গেলে কাছাকাছি কোথাও সোর্স থেকে জল নিতে পারবে।চারটি বাবার জন্য দমকলের চারটি গাড়ি থাকবে।
গঙ্গাসাগর মেলায় সমস্ত ধরনের ৪৫০ জন দমকল কর্মী থাকবেন। আগামী ইংরেজি ৬ই জানুয়ারি মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলায় উপস্থিত হওয়ার কথা আছে। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....