লালকৃষ্ণ আদবানিকে নিয়ে
বেবি চক্রবর্ত্তী :- বার বার করে অসুস্থ হয়ে পড়ছেন লালকৃষ্ণ আদবানি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয় লালকৃষ্ণ আদবাণীকে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে লালকৃষ্ণ আদবাণীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই নিয়ে গত জুলাই মাস থেকে মোট চারবার হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে। এর আগেও তিনি অ্যাপোলো ও এইমস-এ ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।
বিজেপির এই প্রবীণ নেতার বর্তমান বয়স ৯৭ বছর। চলতি বছরের মার্চ মাসেই দেশের সর্বোচ্চ সম্মান, ভারত রত্নে পুরষ্কৃত করা হয় লালকৃষ্ণ আদবাণীকে। তিনি ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আদবাণী। ১৯৪২ সালে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগ দেন। পরে বিজেপির অন্যতম রূপকার হয়ে ওঠেন তিনি।
Comments
Post a Comment