রেলে বিনা টিকিকে যাত্রা বন্ধ করতে বিরাট পদক্ষেপ রেলের - হাতেনাতে ফল
বেবি চক্রবর্ত্তী :শিয়ালদহ :- বহুদিন ধরেই রেল ক্রমাগত প্রচার করে চলেছে যে বিনা টিকিটে কেউ ভ্রমণ করবেন না। বিনা টিকিটে ভ্রমণ শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু তার পরেও বনগাঁ শাখার একাধিক স্টেশনে টিকিট বিক্রির হার কমে যাচ্ছিলো। তখনই রেল বিনা টিকিটে যাত্রীদের ধরতে একটা বড়ো পদক্ষেপ নেয়। শিয়ালদহ ডিভিশনের পিসিসিএম-এর নেতৃত্বে বিশেষ দল ‘জাগৃতি’ নামে বিশেষ ট্রেনে চেপে সম্প্রতি শিয়ালদহ-বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট থেকে বারাসাত স্টেশন পর্যন্ত বিশেষ টিকিট চেকিং অভিযান চালায়। যেখানে আপ ও ডাউন লাইনের সব লোকাল ট্রেনে চেকিং হয়। সকাল সাড়ে নটা থেকে বেলা ১২তা পর্যন্ত শুরু হয় এই অভিযান। টিকিট পরীক্ষকরা মোট ৮৭৮ জনকে জরিমানা করেন। যার মধ্যে ৭২৮ জনকে বিনা টিকিটে যাওয়ার অভিযোগে ধরা হয়।
সব মিলিয়ে এই বিশেষ অভিযানে রেলের মোট আয় হয়েছে ২ লক্ষ ১৭হাজার ৭৮০ টাকা। রেল সূত্রে খবর, এই বিশেষ অভিযানের খবর ছড়িয়ে পড়তেই শিয়ালদহ-বনগাঁ শাখায় বিভিন্ন স্টেশন মিলিয়ে টিকিট বিক্রি প্রায় তিন থেকে চার লক্ষ টাকা বেশি হয়েছে বলেও জানা যাচ্ছে রেলের তরফে। রেলের সিনিয়র ডিসিএম পবন কুমার বলেন, ‘আগামী দিনে হল্ট স্টেশন-সহ বনগাঁ, হাসনাবাদ এবং শিয়ালদহ দক্ষিণ শাখাতেও চালানো হবে এই বিশেষ টিকিট চেকিং অভিযান।’ রেলের পক্ষ থেকে জানানো হয় শুধুই অতিরিক্ত আয় নয়, মানুষকে সচেতন করতেই তাদের এই বিশেষ অভিযান।
Comments
Post a Comment