শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- প্রতি বারের মতো মুখ্যমন্ত্রীর হাত ধরেই শুরু হয়ে গেলো ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সেই উপলক্ষে বুধবার চাঁদের হাট বসেছিল ধনধান্য অডিটোরিয়ামে। উৎসবের উদ্বোধনী ছবি তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছে শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি হাজির টলিউড এবং বিদেশের বিশিষ্ট অতিথিরাও। চলতি বছরের ফোকাস কান্ট্রি ফ্রান্স। উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন জুন মালিয়া এবং যিশু সেনগুপ্ত। সৌরভ এবং শত্রুঘ্নকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে মমতার পাশে দেখা যায় দেব, রঞ্জিত মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সাবিত্রী চটোপাধ্যায়ের মতো শিল্পীদের। এ বছর অবশ্য বাংলাদেশের কোনো ছবি দেখানো হচ্ছে না।
প্রবীণ ও কৃতি শিল্পী হিসাবে সাবিত্রী এবং মাধবীকে সম্মান জানালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত সকল তারকার প্রতি কৃতজ্ঞতা জানালেন মমতা। বিদেশের অতিথিদের প্রতি ভালবাসা জানিয়ে নিজের বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় উঠে আসে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে তপন-মৃণাল-ঋত্বিক-সত্যজিতের প্রসঙ্গ। তিনি বলেন, “সিনেমার কোনও সীমা নেই। এই পৃথিবী একটাই দেশ। আমরা সবাই এক।” মমতা জানান, আন্তর্জাতিক ছবির পাশাপাশি প্রচুর বাংলা ছবিও দেখানো হবে।
Comments
Post a Comment