অবশেষে ঘরে ফিরছেন

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার ঘরে ফিরছেন বলেই জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। তবে এখুনি নয়, সম্ভবত ১ফেব্রুয়ারি তার জামিন হবে। আদালত জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। পার্থের বিরুদ্ধে সিবিআইয়ের মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ। পার্থ চট্টোপাধ্যায় এমনই এক মানুষ বাঙালি যাকে কোনো দিন ভুলবেন না। যার বান্ধবীর ঘরের মেঝেতে পরে থাকা যে টাকার পাহাড় মানুষ দেখেছে সেটাই হয়তো বাঙালির নিজের চোখে দেখা সবচেয়ে বড়ো টাকার পাহাড়!

২০২২সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ। গত সপ্তাহের বুধবার অর্থাৎ ৪ ডিসেম্বর শুনানির পর রায়দান স্থগিত রাখে  বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, জামিন পেলেও তাঁর জেলমুক্তি ঘটবে না। যেহেতু সিবিআইয়ের মামলা রয়েছে তাই এখনই তিনি ছাড়া পাবেন না। তার প্রতি কিছু শর্ত আরোপ করেছে শীর্ষ আদালত। 

*জামিন পাওয়ার পর সাক্ষ‍ীদের প্রভাবিত করতে পারবেন না।

*⁠বিধায়ক পদ ছাড়া কোনও পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....