এবার মহিলার কাটা মুন্ডু গল্ফগ্রিনের ডাস্টবিনে

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- কলকাতা কি মানবিকতাকে সম্পূর্ণ বিসর্জন দিয়েছে? প্রশ্ন তুলেছেন নাগরিক মহল। গত কয়েক মাসে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েকজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। আর এবার সমস্ত নৃশংসতাকে ছাড়িয়ে গেলো গল্ফগ্রিন। শুক্রবার সকালে যে দৃশ্য দেখা গেল, তা শিউরে ওঠার মতো। খাস কলকাতায় রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনার মধ্যে থেকে উঁকি মারছে একটি কাটা মুণ্ড। দেখে বুঝতে অসুবিধা হয়নি যে এটি কোনও মহিলার মাথা। কোথা থেকে এই ভ্যাটে কাটা মাথা এলে পৌঁছল, তা এখনও স্পষ্ট নয়। এমন ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ।

কাটা মুন্ডু 

শুক্রবার সকালে একটি বহুতলের পিছনে থাকা ভ্যাটে ওই কাটা মুণ্ড দেখতে পান এলাকার বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ, ঘটনাস্থলে রয়েছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদা প্যাকেটে মোড়া ছিল ওই কাটা মাথা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জনবহুল একটি জায়গা হওয়া সত্ত্বেও কে বা কারা ওই কাটা মাথা ফেলে গেল, তা বুঝে উঠতে পারছে না পুলিশ। পুলিশ সমস্ত সিসি ক্যামেরা খতিয়ে দেখছে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....