মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছেন দাবি অর্জুনের

বেবি চক্রবর্ত্তী :কলকাতা - একসময় লোকসভা ভোটে নিজের নাম না শুনে বেজায় চটে দল ছেড়েছিলেন। ফিরে গিয়েছিলেন বিজেপিতে। সেসময় তাঁকে আফশোস করতে শোনা গিয়েছিল অর্জুনকে। যে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরাটা 'ভুল' সিদ্ধান্ত ছিল। রাতারাতি অফিস ঘর থেকে সরেছিল মমতার ছবি। সেই জায়গায় স্থান পেয়েছিলেন মোদি। এদিকে দলবদলের পর তিনি গেরুয়া শিবিরের প্রার্থী পদও পেয়েছিলেন।তবুও বহু অঙ্ক কষেও শেষ রক্ষা হয়নি। মুকুট গিয়েছিল শাসক প্রার্থীর মাথায়। আজ পুর দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিয়ে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অর্জুন সিংহ। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছেন' !

পুর দুর্নীতি মামলায় ভবানী ভবনে অর্জুন সিংহের হাজিরা। ভবানী ভবনে অর্জুন সিংহ-কে জিজ্ঞাসাবাদ CID-র। সোমনাথ শ্যামের দায়ের করা মামলায় অর্জুনকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ভাটপাড়া পুরসভা ও সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ। সমবায় ব্যাঙ্কে ১৩ কোটি টাকার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। অর্জুন সিংহ ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ । CID সূত্রে খবর, প্রয়োজনে বিজেপি নেতাকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আগেও সিআইডি ডেকেছে, সময় নষ্ট হয়েছে। এবারও ডেকেছে সময় নষ্ট করতে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....