আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ

দ্য পার্ক হোটেল  ১৫ নভেম্বর ২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন ২৮ জানুয়ারি, মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণিজন। স্থান, বইমেলা প্রাঙ্গণ, সল্টলেক।

প্রথমেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীকে গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। বইমেলায় সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ নগরোন্নয়ন দপ্তর, কে এম ডি এ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর পৌরসংস্থা সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের কাছেও। আপনারা জানেন, বর্তমানে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকধন্য বই উৎসব। ২০২৪ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ, বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা। এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত, তেমনই কিছুটা চিন্তান্বিতও। কারণ, আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন। অথচ বইমেলা প্রাঙ্গণের পরিসর একই আছে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্টলের সংখ্যা গত বছরের থেকে বাড়ানো সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি, কী করে এবারের বইমেলার প্রাঙ্গণকে অতিথিদের জন্য আরও সুগম করে তোলা যায়।

আমরা অত্যন্ত আনন্দিত, আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৪৮ বছরের ইতিহাসে, এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে সাহিত্য ও সংস্কৃতিতে এক ঐতিহ্যমণ্ডিত দেশ – জার্মানি।

এই প্রেক্ষাপটে আমরা মনে করাতে চাই, ১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা থেকে। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়। পরবর্তীকালে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার বহু প্রতিনিধিও এসেছেন আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। ১৯৮৪ এবং ২০০৬ সালে যখন ভারত ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার থিম কান্ট্রি ছিল, তখনও গিল্ড পূর্ব ভারতের প্রকাশকদের প্রতিনিধিদের নিয়ে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করেছিল।

আজ আমাদের মধ্যে রয়েছেন কলকাতায় জার্মান ভাইস কনসাল মিস্টার সিমোন ক্লাইনপাস এবং কলকাতার গ্যোয়েটে ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাডাম অ্যাস্ট্রিড ভেগে। বইমেলায় ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে তাঁদের কাছ থেকে নতুন কিছু শুনতে আমরা উৎসুক হয়ে আছি...।

প্রতিবছরের মতো আগামী ২০২৫ বইমেলায় অংশগ্রহণ করছেন গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যা... ইত্যাদি রাজ্যের প্রকাশনাও থাকছে। যথারীতি থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও।

আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ, কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল,  KLF, অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ২০২৫-এ।

সবাইকে আসন্ন বই উৎসবে স্বাগত।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....