রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত অচর্না পোস্ট অফিসের বেহাল দশা
আদপেই এক ঝলক দেখে মনে হবে আর পাঁচটা সাধারণ পোষ্ট অফিসের মতো কিন্ত তা একেবারেই নয় বরং এই অর্চনা পোস্ট অফিসের সাথে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ।১৯০৪ সালে রবীন্দ্রনাথ নামাঙ্কিত অচর্না মাসিক পত্রিকার অবলম্বনে পোস্ট অফিসের নাম অর্চনা পোস্ট অফিস। এছাড়াও ১৩২০ সালে কৃষ্ণদাস চন্দ্র সম্পাদনায় প্রথম প্রকাশিত অর্চনা মাসিক পত্রিকা। এটি অচর্না সাহিত্য মাসিক পত্রিকাটি গল্প - উপন্যাস- কবিতা - ছড়া প্রমুখ ছিল সাংস্কৃতিক ভাবধারা। এই অর্চনা পত্রিকায় লেখালেখি করাই নয় বরং পত্রিকার নামকরণও করেন রবীন্দ্রনাথ ঠাকুর । সেই অর্চনা পত্রিকার থেকেই এই পোষ্ট অফিসেরও নাম অর্চনা রাখেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর । একসময়ে এই অর্চনা পত্রিকাটা এই অর্চনা পোস্ট অফিসে এসে স্টক করা হতো এবং খোদ রবীন্দ্রনাথ ঠাকুর এই পোষ্ট অফিসে এসে সেই অর্চনা পত্রিকা নিয়ে যেতেন। বর্তমান সময়ে যে বাড়িটার নিচে রবীন্দ্রনাথের নাম দেওয়া এবং রবীন্দ্র পদধূলি ধন্য পোষ্ট অফিস বর্তমানে এই বাড়িটার খুবই জরা জীর্ণ দশা । পলেস্তারা খসে পড়ছে চাঙর ভেঙে পড়ছে ছাদ থেকে । একপ্রকার বিপদ মাথায় নিয়ে কাজ করে চলেছেন রবীন্দ্রনাথের নাম দেওয়া এবং রবীন্দ্র পদধূলি ধন্য অর্চনা পোস্ট অফিসেরই দুই স্টাফ । তাদের অভিযোগ বার বার ডাক বিভাগের শীর্ষ আধিকারিকদের কাজেও অভিযোগ জানিয়েও কোনো লাভ হয় নি । বর্তমানে বাড়ির মালিক চাইছে এখান থেকে এই ঐতিহ্য মন্ডিত পোষ্ট অফিস উঠে যাক এমনই অভিযোগ জানালেন এই পোষ্ট অফিসেরই এক ব্যক্তি । বর্তমানে এই অর্চনা পোষ্ট অফিস নিয়ে বাড়ির মালিক কেস করে বসেছেন এবং রাজ্য সরকারও সহযোগিতার হাত বাড়াচ্ছেন না । রবীন্দ্রনাথের নামকরণ করা এবং রবীন্দ্র পদধূলি ধন্য এই অর্চনা পোস্ট অফিসের বাইরে নেই কোনো ফলক। একপ্রকার নীরবেই ধ্বংস হয়ে যাওয়ার মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রাখা এই অর্চনা পোস্ট অফিস। রাজ্য এবং কেন্দ্রের সহৃদয় সহযোগিতা পেলে আবার আলোকিত প্রাণময় হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রাখা এই অর্চনা পোস্ট অফিস।
Comments
Post a Comment