ডানকুনি টোল প্লাজারে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
বেবি চক্রবর্ত্তী :হুগলী:- হুগলি জেলার ডানকুনি টোল প্লাজা এলাকায় তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়েছে। শ্রমিক সংগঠনের কর্মীরা অভিযোগ করেছেন, দুই নেতা নিষার আলি মল্লিক এবং নিতাই দে সংগঠনের তহবিলের টাকা আত্মসাৎ করছেন এবং কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছেন।এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিষার আলি মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ছেলের নামে ডানকুনি টোল প্লাজায় গাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে ৬৩ হাজার টাকা নেওয়া হচ্ছে। এই গাড়ি reportedly জেলার এক বিধায়ক ব্যবহার করেন, যা নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।নিতাই দে বিরুদ্ধে অভিযোগ, তিনি কর্মীদের কাজ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অত্যাচার চালাচ্ছেন এবং সংগঠনের তহবিলের টাকা নোংরা উপায়ে নয়ছয় করে মুনাফা লুটছেন।
এ অভিযোগগুলির বিরুদ্ধে তৃণমূল শ্রমিক সংগঠনের এক গোষ্ঠী ডানকুনি টোল প্লাজায় বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁরা দুই নেতার অপসারণ এবং তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Comments
Post a Comment