মানুষকে সুস্থভাবে বাঁচার পথ

হাওড়া, সমীর পাত্র: ১১ই আগস্ট ২০২৪, রবিবার, সকালে হাওড়ার সাঁকরাইলের  পোদরা জাহাজ কারখানার কাছে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনমাস ধরে চলা  এক লক্ষ  গাছ বিতরণের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হল। 
এদিন এখানে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শুধু তাই নয় গঙ্গা দূষন রোধে নিয়মিত কাজ করছেন তিনি। অমাবস্যা ও পূর্নিমার সময় বিশেষ যন্ত্র দিয়ে গঙ্গার আর্বরজনা পরিস্কার করছেন তিনি । 
পরিবেশেপ্রমী হরেন পাত্র জানান, যেভাবে গরম বাড়ছে তাতে মানুষ বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা অতিষ্ঠ । তাই তিনি গাছ বসাচ্ছেন , এক লক্ষ বহু মূল‍্যের গাছ বিতরণ করেছেন বিনা মূল‍্যে।
আগামী দিনে দু লক্ষ গাছ বিতরণ করার চিন্তা ভাবনা আছে বলে তিনি শনিবার অনুষ্ঠান শেষে জানান। রবিবার গাড়ি করে তিনি আমতা, ডোমজুর, শলপ, কোনা সহ একাধিক জায়গার বিনা মূল‍্যে গাছ বিতরণ করেন।

সাল, সেগুন মেহগনি. শিশু, আম, জাম, চন্দন প্রভৃতি মূল‍্যবান গাছ তিনি বিনা মুল‍্যে বিলি করেন।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....