নবান্ন অভিযানে উত্তাল ছাত্র সমাজ রক্তাক্ত একাধিক আন্দোলনকারী :-( আগামীকাল ১২ ঘন্টা বনধে্র ডাক বিজেপির)
বেবি চক্রবর্ত্তী:- একাধিকবার ছাত্র আন্দোলন রুখতে পুলিশের জলকামান এবং মারাত্মক টিয়ার গ্যাস। এই টিয়ার গ্যাস জ্বলছে চোখ আন্দোলনকারীদের।নবান্ন অভিযানে তুলকালাম ছাত্র আন্দোলন। নবান্ন অভিযানে রণক্ষেত্র হাওড়া - সাঁতরাগাছি। ছাত্র সমাজ। হাওড়া ব্রিজে ব্যারিকেড উপরে উঠিয়ে চলেছে প্রতিবাদ। পুলিশের লাঠিচার্জ। পুলিশ সাথে চলেছিল ধস্তাধস্তি ছাত্রদের । স্লোগান তুলে আবারও এগিয়ে চলল ছাত্র আন্দোলন পুলিশের জল কামান ছাত্র আন্দোলন রুখতে চলেছিল পুলিশের জল কামান। চলেছিল টিয়ার গ্যাস। পুলিশের ওপর চলেছিল ছাত্রদের ইট বৃষ্টি । ছাত্র আন্দোলন রুখতে পুলিশের লাঠিচার্জ। ব্যারিকেড ভেঙে। জাতীয় পতাকা হাতে অনড় ছাত্র আন্দোলন। ঢালাই করা ব্যারিকেড ভেঙে চলছিল ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনকারীদের ওপর চলেছিল কাঁদানো গ্রাস। এই আন্দোলন ভাঙতে পর পর টিয়ার গ্যাস। দফায় দফায় পুলিশের জল কামান কাঁদানে গ্রাস। ফোরশোর রোডে পুলিশ কে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। মহিলাদের সুরক্ষা দিতে ব্যার্থ পুলিশ। হাওড়া ব্রিজে জমায়েত আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না। সাঁতরাগাছি তে আন্দোলন রুখতে বাড়তি ফোর্স। সাঁতরাগাছি তে আন্দোলন রুখতে ...