শ্রুতি সাহিত্য পত্রিকার বাৎসরিক উৎসব

বেবি চক্রবর্ত্তী,৩০ জুন:- শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো শ্রুতি সাহিত্য পত্রিকার  বাৎসরিক কবিতা উৎসবের আয়োজন করা হয় ।প্রায় ১০০ কবি সাহিত্যিক কে বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয়। কবি রাহুল ভট্টাচার্য্য, নিমাই চন্দ্র ঘোষ, সফিউল্লা নাইয়া,সেঁজুতি গোস্বামী, হিমেন্দু দাস, তরুণ কান্তি মন্ডল, সন্ধ্যা মন্ডল(দুয়ারী), সরজ ভট্টাচার্য, লক্ষণ কুন্ডু, চৌধুরী মোকিম,পার্থ দাস বৈরাগ্য, প্রতীক মুখার্জী, চৌধুরী মোকিম,কামাল হাসান,অভিনব বিশ্বাস,সীমন্ত বিশ্বাস , দীপিকা সাহা , স্বরস্বতী মন্ডল,সকলকে কলম চক্র সম্মান  প্রদান করা হয়। 


প্রদান করা হয়  সুকান্ত ভট্টাচার্য স্মৃতি সম্মান - মুস্তাক আহমেদ,রাজীব সেখ,  দীপঙ্কর চৌধুরী, রাহুল বোস, অর্ণব দত্ত, সহদেব দোলুই , নূপুর মাহাত, শঙ্খ শুভ্র চট্টপাধ্যায়, অভিজিৎ দত্ত,সুচিত চক্রবর্তীকে,আরো অনেকে প্রদান করা হয়। 

বাঙ্গনারী সম্মানে সম্মানিত করা হয় -শান্ত্বনা তরফদার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও কবি কে।

অঙ্কন রত্ন‌ উপাধি প্রদান করা হয় -ড.সৃজীতা কোলে শিশু চিত্র শিল্পী ও বাচিকশিল্পী কে

স্বরস্বতী সম্মান প্রদান করাহয়-ড.কুন্তল অধিকারী,শশী দুয়ারী,অভীক মুখার্জী।

নজরুল স্মৃতি সম্মানে সম্মানিত করা হয়-তাপস সরকার,সুমন কোদালী,আহেদা খাতুন ও অঞ্জু মাঝি , বন্দনা মালিক,মিঠু নন্দী‌, আকাশ ঘর, মেঘলা রাণী পাল দত্ত,জয়ন্ত দাস ।

সমগ্ৰ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন - প্রাক্তন ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায় এবং সভাপতি ছিলেন অজয় ভট্টাচার্য্য এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রতুল মুখোপাধ্যায় - আমি বাংলার গান গায়, গানের গীতিকার , এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন 

ড.সমীর শীল-রবীন্দ্র গবেষক বিশিষ্ট কবি, সাহিত্যিক,  লেবার কমিশনার -প্রতীক মুখার্জী,কুন্তল অধীকারি-ইতিহাস গবেষক, শিক্ষক, প্রাক্তন এ.ডি.পি.ও - সরস্বতী মন্ডল, দিলীপ কুমার প্রামাণিক (কবি, সাহিত্যিক), দেবনারায়ণ দাস- এক্স ফরেস্ট রেঞ্জ অফিসার,সুশান্ত পাড়ুই -বিশিষ্ট ছড়াকার,ড.মহম্মদ আলিখান- বাংলাদেশ বিশিষ্ট কবি, সাহিত্যিক),তারক দেবনাথ -বিশিষ্ট কবি, সাহিত্যিক, বাণি মন্ডল -রবীন্দ্র গবেষক, কবি,  সাহিত্যিক,

বিপুল কুমার ঘোষ -বিশিষ্ট কবি, সাহিত্যিক,

শংকর হালদার শৈলবালা( বাঙালি লেখক সাংসদের (সম্পাদক)।

সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন -নিমাই চন্দ্র ঘোষ ও হিমেন্দু দাস।

 সম্পাদক -(স্বর্ণপদক প্রাপ্ত কবি)দীপঙ্কর পোড়েল বলেন   -এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল ,তরুণ   প্রজন্ম বাংলা সাহিত্যে কে নিয়ে একটু ভাবুক তার উঠে আসুক , অনবদ্য অনুষ্ঠান হয়েছে প্রতুল বাবু ও অতিথি দের উপস্থিতে এক বাকরুদ্ধ কর অনুষ্ঠানের সাক্ষী হলাম আমরা সকলেই এ আবেগ ঘন মূহুর্ত ভাষাতে প্রকাশ করা সম্ভবনা, সকলে সুন্দর ও সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়