৬ জুন থেকে ৯ই জুন শিয়ালদহ স্টেশনে বন্ধ থাকবে একাধিক প্লাটফর্ম



বেবি চক্রবর্তী :- রেলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ৬ই জুন মধ্য রাত্রি থেকে ৯ জুন বেলা ২ টো পর্যন্ত শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। এইজন্য একাধিক ট্রেনের রুট ছোট করা হয়েছে। এর ফলে চরম সমস্যায় পড়বেন যাত্রীরা।

রেলের ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে, শিয়ালদা স্টেশনে ১২ কামরা লোকাল ট্রেন প্রতিটি প্লাটফর্ম থেকে যাতায়াত করবে। এরফলে অতিরিক্ত ৩৩ শতাংশ যাত্রী পূর্ব রেল বহন করতে পারবে। শিয়ালদা স্টেশন থেকে বারো কামরার লোকাল ট্রেন চালু হলে অতিরিক্ত ১০০০ যাত্রী বহন করতে সক্ষম হবে। প্রসঙ্গত উল্লেখ্য ৩০০টি ৯ কামরার লোকাল ট্রেন ১২ কামরায় রূপান্তরিত হবে।

রেল সূত্রে জানা গেছে শিয়ালদাহ মেইন এবং নর্থ শাখাতে ট্রেনের সময়সূচী কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে যে কটা ট্রেন চলবে সবগুলোই ১২ কামরার ট্রেন হবে। শিয়ালদাহ- আজমির এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদাহ বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদাহ আসানসোল এক্সপ্রেস এই কদিন শিয়ালদহ স্টেশনের বদলে কলকাতা স্টেশন থেকে একই সময়ে যাতায়াত করবে। 

রেলের তরফ থেকে আরো জানা গেছে, কিছু ট্রেন দমদম স্টেশন দিয়ে যাতায়াত করবে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার আর্জি রেলের। পূর্ব রেলের পক্ষ থেকে মেট্রোকেও একই আর্জি জানানো হয়েছে। 

শিয়ালদাহ শাখার ডিআরএম দীপক নিগম জানিয়েছেন শিয়ালদহ স্টেশনে মোট ২১টি প্লাটফর্মের মধ্যে ১৬ টি প্লাটফর্ম দিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখা হবে

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....