ভোটদান শেষ রক্তদাতাই শেষ কথা

শুভ ঘোষঃ রবিবার,১৬ই জুন ২০২৪ ফাদার দিবস উপলক্ষে উত্তর কলকাতার ২৭ নম্বর ওয়ার্ড হেদুয়া পার্ক সংলগ্ন উদয়ের পথে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 

উত্তর কলকাতা উদয়ের পথে রক্তদান শিবিরে তারকা খচিত,সাংবাদিক,ক্রীড়া জগত,চলচ্চিত্র,সাহিত্য, রাজনীতি সহ বিভিন্ন দিকপাল মানুষের উপস্থিতিতে এই বছরের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।উত্তর কলকাতা উদয়ের পথে রক্তদান শিবিরে মোট ৮০০ জন রক্তদাতা রক্তদান করেন। 

উত্তর কলকাতার উদয়ের পথে ২৬ তম রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খেলোয়াড় জগতের নক্ষত্র দিব্যেন্দু বিশ্বাস,কোচ শংকরলাল,সব্যসাচী,শ্যাম থাপা,উৎপল চ্যাটার্জী, দমকলমন্ত্রী সুজিত বোষ,মোহাম্মদ সেলিম,সিটি কেবিল কর্ণধার তিনকোড়ি দত্ত,প্রাক্তন আইনজীবী শ্যামল কুমার সেন, এম,আই,সি দেবাশীষ কুমার, 


প্রতিদিন পত্রিকার সম্পাদক সৃঞ্জয় বোস,ডক্টর কুনাল সরকার,ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়,বৈজ্ঞানিক শ্যামল চক্রবর্তী,অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, দেবশঙ্কর হালদার,দেবাশীষ হালদার,অভিনেত্রী মানসী সিনহা,পরিচালক শিবপ্রসাদ মুখার্জী,নন্দিতা রায় এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ ছিলেন। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়