ভোট গণনার আগেই হুঁশিয়ারি শুভেন্দুর :-

বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- IPAC আর রাজ্য পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে, গণনার আগের সন্ধ্যায় হুঁশিয়ারি শুভেন্দুর। এ যেন হিংসার আভাস দিয়ে রাখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় মেদিনীপুরে দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। 

এ দিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দুবাবু মন্তব্য করেন, ‘গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে।’ এর পরই আদালতের রায়কে হাতিয়ার করে রাজ্য পুলিশকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘কলকাতা হাইকোর্ট আজকে ৩ টে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে। এক, নন্দীগ্রামে একটি মুসলিম মেয়েকে ডেকে এনে আমাদের ৬ জন নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে মমতার পুলিশ। এত পাপ করছে, ধ্বংস হয়ে যাবে। আজকে হাইকোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে। ডাক্তার প্রণত টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতী ডাক্তার তাঁকে গড়বেতার খড়কুসমাতে মমতা ব্যানার্জির কিছু জঙ্গি প্রকাশ্যে মেরেছে। মাথা ফাটিয়েছে। তার পর তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছেন। সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে। রেখা পাত্র শক্তিস্বরূপা, বেড়মজুর ২ নম্বর পঞ্চায়েতে আরেক সওকত মোল্লা অত্যাচার করছিল, লুঠ করছিল। সেখানে গিয়ে বাধা দিয়েছিল। সেজন্য তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে। তিনটে বড় বড় থাপ্পড় আজকে কলকাতা হাইকোর্ট মমতার পুলিশের গালে লাগিয়েছে।

মঙ্গলবার গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা কেন্দ্রের ভোটগণনায়। গণনায় কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে শাসক বিরোধী দু পক্ষই। কমিশনের তরফে গণনা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে গণনাকেন্দ্রগুলির চারিদিকে। সঙ্গে প্রতিটি হলে রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। বুথফেরত সমীক্ষা বলছে, তৃণমূলকে পিছনে ফেলে এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে এগিয়ে যাবে বিজেপি। বুথফেরত সমীক্ষার ফল নিজেদের পক্ষে থাকলেও এদিন শুভেন্দুবাবু আরও মন্তব্য করেন যে , ‘কত আসন পাব সে ব্যাপারে কিছু বলব না। তবে এটুকু বলব তৃণমূলের থেকে বেশি আসন পাব।’ এখন রাজনৈতিক দলের একাংশ মনে করেন ৪ ঠা জুলাই ভোট গণনার রেজাল্টের দিকে তাকিয়ে সাধারণ মানুষ। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....