বাংলা ভাষার বিপন্নতা রুখতে সোচ্চার শিক্ষাবিদ থেকে বিশিষ্টরা

সুপ্রকাশ চক্রবর্তীঃ বিশিষ্ট সমাজসেবী প্রয়াত লীলা ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে কলকাতার পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির উদ্যোগে লীলা স্মৃতি পুরস্কার দেওয়া হলো বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাবিদ অধ্যাপক পবিত্র সরকারকে তার ‘ধনী-বিজ্ঞান আই পি এ রোমানিকরণ’ পুস্তকের জন্য। লীলা সেবা সোসাইটির প্রাক্তন সভাপতি প্রয়াত শচীন্দ্রমোহন ভট্টাচার্যের স্মৃতি রক্ষার্থে প্রথম বর্ষ শচীন্দ্রমোহন ভট্টাচার্য স্মারক বক্তৃতা দেন অধ্যাপক পবিত্র সরকার। বক্তৃতার বিষয় ছিল ‘ভাষা ভালোবাসা ও সংশয়, দক্ষিণ এশীয় ভাষাগুলির সংকট’।

কলকাতার মহাজাতি সদনে এই অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। 

অধ্যাপক পবিত্র সরকার বলেন, মাতৃভাষাকে গুরুত্ব না দিয়ে ইংরেজি ভাষা গায়ের জোরে ফলানো হচ্ছে। যার ফলে বাংলা ভাষার কদর কমছে। একইভাবে স্কুল পাঠ্যে এমন অদ্ভুত ধরনের বাংলা ব্যবহার করা হচ্ছে যাতে একদিকে যেমন বাংলা ভাষার ঐতিহ্য নষ্ট হচ্ছে তেমনি ছোটবেলা থেকে সঠিক বাংলা শিক্ষা হচ্ছেনা। যারা পাঠ্যপুস্তক তৈরি করেন তাদের বিষয়টি বিবেচনা করে দেখা উচিত।

পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির কর্ণধার ও বিশিষ্ট চিকিৎসক,

রক্তবিশেষজ্ঞ ডক্টর সৌম্য ভট্টাচার্য বলেন, বাংলা ভাষার প্রচার ও প্রসার তুলে ধরা তাদের প্রতিষ্ঠানেঅন্যতম প্রধান লক্ষ্য। একজন বাঙালি হিসেবে তারা চান বাংলা ভাষাকে আরও উন্নত ও সমৃদ্ধ করে তুলতে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়