সর্বত্র নির্বিঘ্নে গণনা হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার
বেবি চক্রবর্তী :- মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। ভোট গণনাকে কেন্দ্র করে প্রত্যেকটি গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির পাশাপাশি প্রত্যেকটি গণনা কেন্দ্রে সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে। দেশের সর্বত্র স্ট্রংরুমে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে ইভিএম মেশিন। সোমবার এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দাবি করেছেন কমিশন এখনো পর্যন্ত ভোট গণনায় কোন ট্র্যাকে খারাপ করেনি। এই নির্বাচনের ক্ষেত্রেও নিরপেক্ষতার সঙ্গে গণনা সম্পন্ন হবে বলে তিনি দাবি করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে রেকর্ড করেছে। এ বিষয়ে রাজীব কুমার জানিয়েছেন দেশে ৬৪.২ কোটি মানুষ এই লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। পুরুষ এবং মহিলা ভোটারের পরিসংখ্যান অনুযায়ী ৩৩ কোটি করে পুরুষ ও মহিলা ভোটার তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।
এই সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার আরো জানান জম্মু-কাশ্মীরে সর্বাধিক ভোটদান হয়েছে। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর প্রথম সাধারণ নির্বাচনে ভোটের লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। এইভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য স্বতঃস্ফূর্তভাবে যোগদানকে স্বাগত জানিয়েছেন নির্বাচন কমিশন।
লোকসভা নির্বাচনের পর স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বিক্ষিপ্ত ঘটনা একাধিক জায়গায় ঘটেছে। এই বিষয়ে বারবার অভিযোগ করেছে বিজেপি।
Comments
Post a Comment