নিত্য শিল্পীর মধুমনি চ্যাটার্জির বাড়ি থেকে

মনোজ দাসঃ শুক্রবার, ২১ জুন, ২০২৪, নির্বাচনের ঢাকের কাঠির পরেই শুরু হয়ে গেল শারদ উৎসবের ঢাকে কাঠি পরা আগামীকাল জগন্নাথ দেবের স্নানযাত্রা। 

এই স্নানযাত্রার পূর্ণ লগ্নে পূর্ণ তিথি কে সামনে রেখে ৮৫ তম বর্ষের দুর্গা পূজার খুঁটিপূজো আজ রাতে অনুষ্ঠিত হলো তারা পুকুর আদি সার্বজনীন দূর্গা উৎসব পুজো কমিটির মিলন সংঘ পরিচালনায় শারদ উৎসবের মন্ডপের খুঁটিপূজো

এ বছরের মন্ডপের থিম নিলে বিলীন খুঁটি পূজার সাথে সাথে থিম সং এরো উদ্বোধন হয় এই মন্ডপ প্রতিমা এবং সার্বিক পরিকল্পনা ভাবনায় শিল্পী পার্থ মাইতি এ বছর তারা পুকুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি রাজ্যের বুকে অভিনবত্ব রাখল খুঁটি পূজার মধ্যে দিয়ে আট জন মহিলা পুরোহিতের পূজোর মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পূজার

শুরু হল এবং শারদ উৎসবের শুভ সূচনা ঘটল। এই আটজন মহিলা পুরোহিত তারা দক্ষিণ কলকাতার এই মহিলা পুরুষেরা প্রথম পুজো করেছিলেন দু বছর আগে নিত্য শিল্পীর মধুমনি চ্যাটার্জির বাড়ি থেকে তাদের পুজো করা পথ চলা শুরু হয়।

এ বছর তারা তৃতীয় বর্ষ এ বছরও তারা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় মা দুর্গার পূজো করবেন মহিলা পুরোহিত দিয়ে খুঁটিপুজো মানুষের মধ্যে কিন্তু দেখা গেছে উৎসব উদ্দীপনা পাড়ার অধিবাসী ছাড়াও উপস্থিত হয়েছিলেন আশেপাশের পথ চলতে মানুষও মহিলারা পুজো করছেন মহিলা পুরুষদের হাত ধরে আজকের খুঁটি পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল শারদ উৎসবে। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....