বেলঘড়িয়া উমেশ মুখার্জি রোড অর্থাৎ ১৭ পল্লী মাঠ থেকে

 

মনোজ দাসঃ শুক্রবার, ২১ জুন, ২০২৪, সাত বছর আগে গড়ে উঠেছিল রথ তলা জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দির গড়ে তোলেন সোমনাথ রায় চৌধুরীর নেতৃত্বে দেখতে দেখতে বেলঘড়িয়া রথ তলা মোরে জগন্নাথ মন্দির পৌঁছলো সাত বছরের আর সোমনাথ রায় চৌধুরীর নেতৃত্বে বেলঘড়িয়ার ঐতিহ্যপূর্ণ রথ তৃতীয় বর্ষের বছর পদার্পণ করল।


এই কলস যাত্রা শুরু হয় বেলঘড়িয়া উমেশ মুখার্জি রোডে ১৭ পল্লী মাঠ থেকে বেলঘারিয়া বাটা মোড়, সিন্ধু স্টোর, রথতালা হয়ে শেষ হয় আড়িয়াদহ পাট বাড়ি। 

পাট বাড়ি  ঘাট থেকে গঙ্গাকে পুজো করে ১০৮ কলসি জল নিয়ে আসা হয়। যা দিয়ে আগামীকাল বলরাম জগন্নাথ সুভদ্রা দেবীকে স্নান করানো হবে। কলস যাত্রার ফলে বিটি রোড রথ তলা মোড়ে ব্যাপকভাবে যানজট সৃষ্টি হয় এমনকি স্কুল

থেকে বাড়ি ফেরার ছাত্র আটকে যায় অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ এই জ্যামে আটকে পড়ে একদিকে কামারহাটি দিক অপরদিকে ডানলপের দিকে দুদিকেই প্রচুর  জ্যামে আটকে পড়ে দীর্ঘক্ষণ ধরে এই কলস যাত্রায় উপস্থিত ছিলেন মদন মিত্র

কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক শুভরূপ মিত্র সোমনাথ রায় চৌধুরী এবং বিভিন্ন কামারহাটি পৌরসভার পৌর প্রতিনিধিরা।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....