৫ বছর শিশু থেকে ৫৫ বছরের বয়সী পুরুষ ও মহিলারা
শুভ ঘোষ : কলকাতার মডেলিং প্রতিযোগিতায় নতুন নতুন প্রতিভাবান দের সুযোগ করে দা ফ্যাশন প্লানেট সিজন থ্রি। নতুন সন্ধান ১৪ই জুন কলকাতার যোগেশ মাইম অডিটরিয়ামে সন্ধ্যায় The fashion planet season 3 এবং Level 5 Art And Entertainmentযৌথ উদ্যোগে একটি মডেলিং ফ্যাশন শো বর্ণময় ও একটি সিনেমার পোস্টার লঞ্চের শুভ মুক্তি হয়। এই মডেলিং শো এর থেকে বেছে নেওয়া প্রতিযোগিতা দেরই সংস্থার সিনেমায় সুযোগ দেওয়ার আস্থা যোগান কর্ণধার অঙ্কুর মাইতি,পরিচালক আলোক জীৎ।
শুক্রবার, ১৪ জুন, ২০২৪এই ফ্যাশন শোতে ৫ বছর শিশু থেকে ৫৫ বছরের বয়সী পুরুষ ও মহিলারা যোগদান করেন। দ্যা ফ্যাশন প্লানেট সিজন থ্রি উপস্থিত ছিলেন বাসপ দত্ত্বা মন্ডল,সোহম নাহা,সুমন ব্যানার্জি,সুপ্রভা রায়,অলোক জিৎ,অর্ক আঁখি,সুরভী দাস, আকাশ ভারর্তি,রেখায়ানি রায় সরকার আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment