দুর্ঘটনায় কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
বেবি চক্রবর্ত্তীঃ সোমবার, ১৭ জুন ২০২৪, দুর্ঘটনায় কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ির নীচবাড়ি এবং রাঙাপানি রেল স্টেশনের কাছেই। লাইন চ্যুত হয়ে ঠিকরে বেরিয়ে যায় দুটি যাত্রী বোঝাই কামরা। শিয়ালদহ মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাল গাড়ির সাথে ধাক্কা লাগে। সকাল পৌনে ৯ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির রাঙাপানি রেল স্টেশনের কাছে। সূত্রের খবর এখনো পর্যন্ত জানা গেছে মৃতের সংখ্যা ১৫ জন। আহত হয়েছেন অন্ততপক্ষে ২৫ থেকে ৩০ জন। এখনও উদ্ধার কাজ চলছে।
এ দিন সকালের এই রেল দুর্ঘটনা দেখে অনেকেরই গত বছরের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা সামনে নিয়ে আসে৷ ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বরে সেই মারাত্মক ট্রেন দুর্ঘটনাটি ছিল। সেদিন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷ সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরেছিল যাত্রীবাহী ট্রেনটি৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে হল উল্টোটা৷ এবার দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনে ধাক্কা মারল মালগাড়ি
এখন প্রশ্ন উঠেছে, মালগাড়ি কিংবা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তীব্রতা কি অত্যন্ত বেশি ছিল? সেই কারণেই এতটা ক্ষয়ক্ষতি? এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। একাটানা ভারী বৃষ্টির জেরে উদ্ধারকাজেও দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। যাত্রীরা আটকে পড়তে পারেন, প্রাথমিকভাবে এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে গেছেন সেখানে।
সাধারণত এই ট্রেনে পিছনের দিকে জেনারেল কামরা এবং এসি কামরাও থাকে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যায়নি বলেই খবর। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন।
Comments
Post a Comment