কসবায় অ্যাক্রোপলিশ মলে ভয়াবহ অগ্নিসংযোগ
আগুন লাগার খবর পেতেই ইতিমধ্যেই একের পর এক দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। অক্সিজেন মাস্ক পরে ভিতরে ছুটে ঢোকেন দমকল কর্মীরা। মল খালি করে দিয়েছে দমকল বাহিনী। ভেন্টিলেশন চালু রাখতে কাঁচ ভেঙে দিয়েছে দমকল বাহিনী। ভিতরে থাকা সবাইকে বের করে নেওয়া হয়েছে বলে খবর।
মলের কর্মীদের নিয়ে এসে রাখা হয়েছে পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেছেন যে 'পূর্ণাঙ্গ তদন্ত হবে।' অ্যাক্রোপলিস মলের অংশটুকু ইতিমধ্যেই ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে। যাতে বাইরে থেকে কেউ এই মুহূর্তে বিপদজ্জনক অংশে ঢুকে না পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। কিন্তু প্রথমে আগুন লেগেছে যে অংশে সেখানে পৌঁছনো যাচ্ছিল না, পরে ল্যাডারের সাহায্য সেই অংশ পৌঁছতে সফল হন দমকল কর্মীরা। এরপরেই ওই অংশের ভেন্টিলেশন স্বাভাবিক রাখতে ভেঙে ফেলা হয় কাচ।অবশেষে সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
Comments
Post a Comment