কুয়েতের 'জতুগৃহ' আবাসনের মালিক কে গ্ৰেফতারের নির্দেশ

বেবি চক্রবর্ত্তী:- দক্ষিণ কুয়েতের মানগাফ শহরে আগুন লাগা আবাসনে বিভিন্ন দেশ থেকে, সেদেশে কাজ করতে আসা নির্মাণ শ্রমিকরা থাকতেন বলে জানা গেছে। একসঙ্গে প্রায় ১৯৫ জন শ্রমিক সেখানে ছিলেন, শেষ পাওয়া খবর অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪০ জনই ভারতীয়,এবং ঘটনায় আহতের সংখ্যা ৫০।এই ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সন্ধ্যায় উচ্চপর্যায়ের বৈঠকে বসেন । এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ। জানা গিয়েছে, এক মালয়লি ব্যবসায়ীর অধীনস্থ সংস্থা ওই আবাসনটি ভাড়া নিয়েছিল। সেখানে খুব কম জায়গার মধ্যে রাখা হত ভারত থেকে কাজ করতে আসা শ্রমিকদের।অভিযোগের আঙুল উঠেছে মালয়লি ব্যবসায়ী কেজি আব্রাহামের দিকে। তাঁর অধীনস্থ সংস্থা এনবিটিসি গ্রুপের তরফে ওই আবাসনটি ভাড়া নেওয়া হয়েছিল। ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন কুয়েতের উপ প্রধানমন্ত্রী।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়