বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

বেবি চক্রবর্তী :- বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশন। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশ হবে। দেশ তথা সারা বিশ্বের মানুষের নজর থাকবে ফলাফলের দিকে।

লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই ভোট পরবর্তি হিংসার খবর ছড়িয়ে পড়েছে সারা রাজ্যে। বিজেপির নেতা-নেত্রী রাই বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্তের শিকার হয়েছে বলে অভিযোগ। এই সমস্ত কারণে কেন্দ্রীয় বাহিনী বাংলায় আরো কিছুদিন মোতাহেন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যদিও রাজ্যের আইন-শৃঙ্খলা ঠিকঠাক রাখার দায়িত্ব  রাজ্য প্রশাসনের। সেই জন্য এই কেন্দ্রীয় বাহিনীকে বাংলার প্রশাসন নিয়ন্ত্রণ করবে। সোমবার এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার।

এক প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান বাংলায় সাত দফায় নির্বাচন হওয়াতে বুলেটের থেকে ব্যালটকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এখন যদি ভোট পরবর্তি হিংসা হয় তাহলে নির্বাচন বিধি প্রত্যাহারের পরেও কেন্দ্রীয় বাহিনী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোতায়েন থাকবে। তিনি আরো জানান পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্ধপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানান নির্বাচনের সময় ত্রিপুরা এবং বাংলায় আগে কী হত। সেই তুলনায় ২০২৪ এর লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। এইভাবে শান্তিপূর্ণ নির্বাচন হবার জন্য গত দুই বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল। তিনি জানান, প্রতিটা গণনা কেন্দ্রের স্ট্রং রুমগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের পাশাপাশি সিসিটিভির ব্যবস্থাও রাখা হয়েছে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....