হৃদয় সুরক্ষার সচেতনতা বৃদ্ধি জন্য তিনদিন ব্যাপী দ্বিতীয় কনক্লেভ যৌথভাবে আয়োজন করলো মুকুন্দপুর নারায়ণা হেল্থ ও আর এন টেগোর হাসপাতাল।
অভিজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা: অতনু সাহা ও ললিত কাপুর।কার্ডিয়াক সার্জারির এই দুই প্রবীণ অভিজ্ঞ্যতা সমৃদ্ধ চিকিৎসক।এছাড়াও ছিলেন ডা: প্রদীপ নারায়ণা (চিফ সাইন্টিফিক অফিসার এন্ড সিনিয়র কনসালটেন্ট,কার্ডিয়াক সার্জারি অ্যাডাল্ট ),ডা: শুভ এইচ রায়চৌধুরী(ক্লিনিক্যাল হেডের ডিরেক্টর ও ইন্টারভেনশনাল রেডিওলজির প্রধান),ডা: অরূপ কুমার ঘোষ(সিনিয়র কনসালটেন্ট ইন কার্ডিয়াক সার্জারি অ্যাডাল্ট) তাঁদের অভিজ্ঞ্যতা ভাগ করলেন কনক্লেভে উপস্থিত শল্য চিকিৎসক ও গবেষকদের সঙ্গে। দেহে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে মহাধমনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে।কলকাতায় অবস্থিত নারায়ণা হেল্থ ও আর এন টেগোর হাসপাতাল ইতিমধ্যেই ৬৮১টি শয্যার হাসপাতাল হিসেবে এন এ বি এইচ স্বীকৃত।হৃদরোগ ছাড়াও ইউরিনাল সায়েন্স,নিউরোলজি ও অর্থোপেডিক ছাড়াও লিভার প্রতিস্থাপন বা হার্ট প্রতিস্থাপন করার সাফল্যের ইতিহাস আছে। এই দুই সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চিকিৎসক মহলে উদ্দীপনার সৃষ্ট করেছে।
Comments
Post a Comment