২৪ মে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় আলোচনা পর্ব

সুকন্যা মজুমদার: সম্প্রতি ২৩ মে থেকে ২৭ মে জাতীয় ব্রহ্ম কুমারী মিডিয়া শাখার ঐকান্তিক উদ্যোগে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে পাঁচদিনের সেমিনার আয়োজিত হয়েছিল।
মূলত সংবাদ মাধ্যমকে ভারতীয় অধ্যাত্মীকতার সঙ্গে সামঞ্জস্য রেখে চলা ও সর্বোপরি দেশের কল্যাণ কামনা করাই এই সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল।
কোভিড পেরিয়ে সংস্থার এই  সাংবাদিক সম্মেলন একটি দৃষ্টান্ত হয়ে থেকে গেলো আধুনিক সংবাদিকতার পরতে পরতে।

রাজস্থানের মাউন্টআবু তে সারা ভারতের ৫০০ বেশি সাংবাদিক  যোগ দিয়েছিলেন এই মহাসম্মেলনে। তৈরী হয়েছিল এক অনবদ্য সন্ধিক্ষণের। ২৪ মে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় আলোচনা পর্ব।

উপস্থিত ছিলেন ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে সংস্থা ভারতীয় জনসনচার প্রতিষ্ঠানের প্রাক্তন মহানির্দেশক অধ্যাপক সঞ্চয় দ্বিবেদি, অস্ফোর্ডে কর্মরত বিশিষ্ট লেখক সাংবাদিক নেভিল হোডকিনসন, 
কৃত্রিম বুদ্ধিমত্ত নিয়ে জার্নাল হ্যান্ডবুকের  জার্নালিস্ট কে শ্রীনিবাস, অভিনেতা বিশাল জেঠুয়া সহ বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনাবিল আনন্দ ও অসীম জ্ঞানের মধ্যে দিয়ে শেষ হলো সাংবাদিকদের  এই মহাসম্মেলন।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়