অত্যাচারের বিরুদ্ধে মানুষের হয়ে কথা বলে
সুকন্যা
মজুমদারঃ ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো,হলো ভারত সরকারের অধীনে এক সংস্থা যাঁরা দেশবাসী দের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন। পশ্চিমবঙ্গে নানান জেলায় গ্রামীণ মানুষের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে মানুষের হয়ে কথা বলে নিপীড়িত জনগণের অধিকার দেওয়ার চেষ্টাই তাঁদের কর্তব্য।
এই সংস্থা তাদের ক্যাম্পানিং করে বার বার মানুষের কাছে পৌঁছাতে চায় এবং তুলনায় পিছিয়ে পড়া শ্রেণীর অধিকারের কথা আদালতে তুলে এনে বিচারের আওতায় আনতে তারা সর্বক্ষণ বদ্ধ পরিকর। কেবল মাত্র নারী নির্যাতনই নয়,
রাজ্যের যে কোনো মানুষের উপর হওয়া যেকোনো অধিকার হননের কাজে জনগণের পাশে থেকে কোনো অর্থের মূল্য ছাড়াই তাদের সম্মান এবং অধিকার ফিরিয়ে আনতে তাঁরা সাহায্য করবেন তা স্পষ্ট জানান তিনি।
Comments
Post a Comment