প্রখর দাবদাহ কে উপেক্ষা করে সাধু-সন্তদের প্রতিবাদ

বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- বাগবাজার নিবেদিতা পার্ক থেকে সাধু - সন্তদের প্রতিবাদী মিছিল  শুরু হয় ভক্ত এবং সনাতন হিন্দুদের পুস্প বৃষ্টি দিয়ে পায়ে হেঁটে শেষ হয় বিবেকানন্দ মিউজিয়াম পর্যন্ত।

প্রখর সূর্যের দাবদাহে উত্তপ্ত রোডে কেউ বা খালি অথবা পায়ে হেঁটে নিরিহ সাধু- সন্তদের প্রতিবাদী মিছিল চলে। তাদের মুখে একটাই কথা আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করিনা না। হিন্দু সনাতন ধর্ম রক্ষার্থে আজ আধ্যাত্মিকতা ছেড়ে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল।

আরামবাগে লোকসভা নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এদিন স্বামী বিবেকানন্দ মিউজিয়াম এর সামনে প্রকাশ্য জনসভায়  কার্তিক মহারাজ অশ্রুসিক্ত হয়ে বলেন " স্বামী বিবেকানন্দের উক্তি 

স্বামীজীর বিদেশ যাত্রাকালে জাহাজে খ্রিস্টান পাদ্রি হিন্দুধর্মের অবমাননা করলে, তিনি রেগে গিয়ে পাদ্রির কলার চেপে ধরে বলেন – 

“আমার ধর্মের বিরুদ্ধে আর একটা নোংরা কথা বললে আপনাকে আমি ছুঁড়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। এছাড়াও তিনি আরও মন্তব্য করেন বাড়িতে আপনারা এ্যালসেশিয়ান কুকুর পোষেন কিন্তু পাড়ার মোড়ে বা রাস্তায় পড়ে থাকা খুঁটে খাওয়া কুকুর গুলো রাত জেগে পাহারা দেয় চোর - ডাকাত তারায়। এই সাধু- সন্তরা ভাক্তদের দান বা ভিক্ষা করে জীবন যাপন করে। সেই সাধুদের তিনি অপমান করলেন। এই ভারতবর্ষের মাটিতে এক নতুন সূর্যোদ্বয় - কাজী নজরুল ইসলাম বলেছেন এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তিনি বলেন নয়ন গেলে নয়ন আসবে কিন্তু প্রাণ গেলে প্রাণ আসবে না!

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....