শীর্ষ আদালতে স্থগিতাদেশ এসএসসি মামলা
সুকন্যা মজুমদারঃ ৩১শে এপ্রিল, কলকাতা : সোমবার থেকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি শুরু হলো। গত ২২ এপ্রিল কলকাতা হাই কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসির (গ্রুপ সি, গ্রুপ ডি, নবম - দশম, একাদশ- দ্বাদশ)সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় প্রায় ২৬ হাজার চাকরি চলে যায়।এই রায়কেই চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, এসএসসি ও পর্ষদ সুপ্রীম কোর্টে যায়।এর পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর এজলাসে শুনানি শুরু হয়।
কি কারণে সুপার নিউমেরারি পোস্ট তৈরী করা হল ? রাজ্যকে প্রশ্ন করেন সুপ্রীম কোর্ট। পাশাপাশি পর্ষদ জানায় তারা যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত। বিচারপতি জানান আসল ওয়েমার শীটই যখন নেই কোন তথ্যের ভিত্তিতে তা আলাদা করা সম্ভব, আর এতদিন ই বা কেন করেন নি সেটা?আগামী সোমবার পুনরায় এই মামলার শুনানি হবে।তবে আপাতত হাই কোর্টের রায়ই বহাল থাকল, চাকরি বাতিলের বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ফলত শীর্ষ আদালতের কাছে চাকরি হারা দের বিচার অপেক্ষায় রইল।
Comments
Post a Comment