অক্ষয় তৃতীয়া শুভদিনে
শুভ ঘোষ: শুক্রবার, ১০ই মে, ২০২৪ শুভ অক্ষয় তৃতীয়ার দিনে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার প্রণব নগর ভারত সেবা সংঘের সহযোগিতায় রমেশ চন্দ্র পাল মেমোরিয়াল আই ফাউন্ডেশন ডক্টর মানব পাল (চক্ষু বিশেষজ্ঞ) উনার পিতার স্মৃতি উদ্দেশ্যে তৃতীয়তম একটি চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। গড়িয়ার প্রণব নগর ভারত সেবাশ্রম সঙ্গে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত চক্ষু পরীক্ষার শিবির এবং ফ্রি চশমা বিতরণী ব্যবস্থা করা হয়। এই অক্ষয় তৃতীয়া শুভদিনে ভারত সভার সঙ্গে মানব পালের উদ্যোগে সংগীত পরিবেশন দূরদর্শন সংগীতশিল্পী অরিন্দম গাঙ্গুলী,তবলা বাদক শংকর তপাদার উপস্থিত ছিলেন এর ব্যবস্থা করা হয় গড়িয়ার প্রণবনগর ভারত সভার সংঘের অধ্যক্ষ স্বামী গিরীশানন্দ মহারাজ,ডক্টর মানব পাল এছাড়া মঠের আরো গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment