বিজেপি ও সিপিআইএম যদি

সুকন্যা মজুমদার: ভোট ঘোষণার পর এই প্রথম নিজের সংসদীয় এলাকায় সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বজবজ ২নম্বর ব্লকের মুচিশা হাইস্কুলের ফুটবল মাঠের জনসভায় যোগ দেন ডায়মন্ড হারবারের দুবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।আর সেখান থেকেই বিজেপি এবং সিপিআইএম কে নিশানা করে  মন্তব্য করেন ' আমার বিরুদ্ধে যাঁরা দাঁড়িয়েছেন তাদের অসম্মান না করেই বলছি বিজেপি ও সিপিআইএম যদি কেবল তৃণমূলের বিরুদ্ধে স্বরযন্ত্র না করে,প্রার্থীর জন্য সংবাদ পত্রের প্রথম পাতায় বিজ্ঞাপন দিত তো আরও ভালো প্রার্থী পেত।'

ডায়মন্ড হারবারের দাঁড়াতে চেয়েছিলেন আই এস এফ এর নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী ও বারবার ওই কেন্দ্রে সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক কে হারিয়ে বিজেপি ই জিতবে বলেছেন।শেষে অনেক জল্পনার পর ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ দাস(ববি) ও সিপিআইএমের হয়ে লড়বেন প্রতিকুর রহমান।

এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন বিজেপি ও সিপিএমের প্রার্থীরা তার সমতুল্য নয়।বলেন ' আমরা তিন নম্বরে ছিলাম তিনেই থাকব'।

এর পাশাপাশি চব্বিশ হাজার চাকরি হারাকে তাদের পাশে আছেন বলে আশ্বাস দেন তিনি।

সপ্তম দফায় ডায়মন্ড হারবারে ১লা জুন ভোট অধিগ্রহণ হবে। হাই ভোল্টেজ কেন্দ্রের মধ্যে ফেলা হয় এই কেন্দ্র কে,এখন দেখার বিষয় নির্বিঘ্নে কিভাবে কমিশন ভোট করিয়ে সুষ্ঠ ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার দেওয়ার পরিস্থিতি বজায় রাখে। ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা জুলাই পর্যন্ত।

    



Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়