ইস্ট্যান্ড কমান্ড (কমান্ডো হসপিটাল) ইন্ডিয়ান আর্মি সহযোগিতায়

 

শুভ ঘোষ: ৫ই মে ২০২৪ তাপরিয়া বিকাশ পরিষদ সহযোগিতায় ৩ তম রক্তদান শিবির রমা ভবনে ব্রজোদুলাল স্ট্রিট কলকাতা-৭ ইস্ট্যান্ড কমান্ড (কমান্ডো হসপিটাল) ইন্ডিয়ান আর্মি সহযোগিতায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।

কামান্ডো হসপিটালে ইন্ডিয়ান আর্মি সহযোগিতায় রক্তদান শিবিরের সাধারণ মানুষের কাছে সত্যিই খুব দুর্লভ ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সূর্য প্রকাশ টেডব্রুয়াল,অমৃতা নেওয়ার, সিটি কেবিল এর কর্ণধার তিনকোড়ি দত্ত মহাশয়,সাথী টাপরিয়া,


শ্রী গোপাল টাপোরিয়া,বিনয় কৃষ্ণ টাপোরিয়া,নন্দ কিশোর লেখোটিয়া,নরেশ কৃষ্ণা, লাখোটিয়া,শ্রীকান্ত সুশীল রামেশ্বর বিশিষ্ট অতিথিবর্গ সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়