ডালি সাজিয়ে চন্দ্রিমা
Chandrima's RR Fashion Hub presents "বাঙালিয়ানা ৪"
শুভ ঘোষ: আরো এক বসন্তের অবসানে এসেছে বৈশাখ। গ্রীষ্মের এই প্রখর দাবদাহে এক পশলা বৃষ্টির স্বাদ নিয়ে প্রতি বছরের মতো এই বছরও "১৬ আনা বাঙালিয়ানার" ডালি সাজিয়ে চন্দ্রিমা ' জ আর আর ফ্যাশন হাব কোমড় বেঁধে তৈরি। বাঙ্গালীর ফ্যাশন আর বিনোদন এর গাঁটছড়া বাঁধার এই কাজটি অত্যন্ত আনন্দ ও যত্নের সঙ্গে আমরা গত ৪ বছর ধরে করে আসছে।
১০ ই মে অক্ষয় তৃতীয়ার শুভ ক্ষণে বিকেল ৪ ঘটিকায় "সুজাতা সদন - হাজরা" তে।আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের কিঞ্চিৎ আনন্দ প্রদানে সক্ষম হয় ও আপনাদের করতালি তে যদি মঞ্চ উদ্ভাসিত হয় তাহলে অংশগ্রহণকারি সকল কলাকুশলী উৎসাহিত হবে এবং আগামী দিনে নিজেদের সংস্কৃতি জনসমক্ষে তুলেছেন। বর্ষবরণ ও বাংলা ক্যালেন্ডার উদ্বোধন
আয়োজনে ফ্যাশন ডিজাইনার এবং প্রতিষ্ঠাতা ও কর্নধার চন্দ্রিমা বসু , কোরিওগ্রাফি ও ডিরেকশন :- সৌরভ বন্দ্যোপাধ্যায়
✅ চন্দ্রিমা'জ আর আর ফ্যশন হাব ✅ আর আর এস প্রোডাকশন হাউজ ✅ শুনো বরনারী
Comments
Post a Comment