অক্ষরা সংকলন প্রকাশ


বেবি চক্রবর্তী, কলকাতা:-  বাংলা সাহিত্যের মধ্যে লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস। সাহিত্য হল ইতিহাসের প্রারম্ভ দলিল।বাংলা সাহিত্যের কবি বা সাহিত্যিক শুধু কল্পনাবিলাসী নন। বাস্তব জগতের সঙ্গে সাধারণ জনগণের সহিত তার সুখ- দুঃখের পরিচয় আছে। দেশের স্বাধীনতা- স্পৃহার- সমাজ চেতনা এবং আন্দোলনের সঙ্গে তাঁর প্রাণের যোগ আছে। বর্তমানে সামাজিক গণমাধ্যম একচেটিয়া বাজার দখল করে নিলেও বইয়ের উপর সাধারণ মানুষের আগ্রহ এখনো কমে যায়নি । 

তপশিয়ার রুফটপ ক্যাফেতে সারস্বত সাহিত্য পত্রিকার উদ্যোগে সাংস্কৃতিক মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সারস্বত সাহিত্য পত্রিকার দ্বিতীয় সংকলন অক্ষরা পত্রিকা প্রকাশ। এর  পাশাপাশি চঞ্চল প্রামাণিক মহাশয় কে বঙ্কিম সম্মাননা জানানো হয়েছিল। এছাড়াও সঞ্জীব ঘোষ মহাশয়ের চিরকুট নামক বই প্রকাশিত হয়েছে।

সারস্বত সাহিত্য গ্রুপের দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক আরণ্যক বসু, বিশেষ অতিথি , জয়দীপ চট্টোপাধ্যায়, বিমান বিশ্বাস, বেবি চক্রবর্তী, এডমিন ও কর্ণধার লক্ষ্মী বিশ্বাস, অমিতাভ ও স্বর্ণকার, সোনামণি দত্ত (অরুন্ধতী), রুদ্রাংশ সূর্য রায়, শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায প্রমুখো গুণীজন।

এদিন সারস্বত সাহিত্য পত্রিকার দ্বিতীয় সংকলন অক্ষরা পত্রিকা প্রকাশ। এর  পাশাপাশি চঞ্চল প্রামাণিক মহাশয় কে বঙ্কিম সম্মাননা জানানো হয়েছিল। এছাড়াও সঞ্জীব ঘোষ মহাশয়ের চিরকুট নামক বই প্রকাশিত হয়েছে।

উদীয়মান থেকে প্রথিতযশা কবি,সাহিত্যিক ও শিল্পীর কন্ঠে গান, কবিতা পাঠ ইত্যাদি উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়