মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে এক সামাজিক কর্মকাণ্ডের আয়োজন

শুভ ঘোষের, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ রবিবার বীরভূম জেলার তারাপীঠে হোটেল তীর্থ মাঠ প্রাঙ্গনে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া মা তারাশ্রীতা ভক্তিবৃন্দের উদ্যোগে ১৯ তম বর্ষে সকালে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা এবং  বিশ্বশান্তি মহাযজ্ঞের ও ফল,বস্ত্র এবং সংগীত অনুষ্ঠান আয়োজন করা হয়। 

সন্ধ্যায় ১২টি কন্যার বিবাহ এবং বিয়ের আনুষাঙ্গিক দ্রব্য সামগ্রী হিসাবে খাট,বিছনা আলমারি,চাদর,টলি ব্যাগ,পেশার কুকার,রান্না সরঞ্জাম,সোনার গয়না,আয়োজন করা হয়। 

মা তারাশ্রীতা ভক্তবৃন্দ চারটি জায়গায় ব্রাঞ্চ হাওড়া,উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, হুগলিতে অবস্থিত উত্তর ২৪ পরগনা বেলঘরিয়া মা তারাশ্রীতা ভক্তিবৃন্দের সম্পাদক রক্তিম দাশগুপ্ত মহাশয়, সভাপতি সঞ্জীব সেন চৌধুরী সহ-সভাপতি অমিয় মুখার্জি অপু রায়, ডক্টর পরিমল কৃষ্ণ সমাদ্দার এবং বেলঘড়িয়া, কামারহাটি মিউনিসিপালিটি পৌর প্রধান গোপাল সাহা  ও আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....