ছাত্র-ছাত্রীদের
বল রামবোসঃ বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোডে বাসুদেবপুর সংগঠনিক ক্লাবের পক্ষ থেকে ১৩ তম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং নিউ বাসুদেবপুর রোডের বাসিন্দাদের মধ্যে বয়সজ্যেষ্ঠ মানুষদের নাগরিক সম্বর্ধনা জানানো বাসুদেবপুরসংগঠনিক ক্লাবের পক্ষ থেকে এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় সকালবেলায় রক্তদান শিবির এবং বয়সজ্যৈষ্ঠ নাগরিকদেরসম্বর্ধনা যাপন করা হয় এই রক্তদান শিবিরে কামারহাটি মেডিসিন অফ সাগর দত্ত এন্ড মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করতে আসে প্রায় ৬০ জনের উপর মানুষ তার শরীরের মূল্যবান রক্ত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দান করেন এবং প্রায় ৫০ জনের কাছে বয়সজ্যেষ্ঠ পারার মানুষকে সম্বর্ধনা জানানো হয়,
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, পৌর প্রধান পরিষদ সদস্য শ্যামল চক্রবর্তী মেঘনা মিত্র সুমিত প্রতিদুণ্ড বিমল সাহা সমীরণ দাস নবীন ঘোষাল সহ বিশিষ্ট বিভিন্ন সময় উপস্থিতহন রক্তদাতাদেরকে উৎসাহিত করবার জন্য সাংসদ অধ্যাপক সৌগত রায় ক্লাবের রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বক্তৃতা করার সময় তিনি কিন্তু ভুলে যাননি এই অনুষ্ঠানেও তুলে ধরেন আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান
বিষয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল যে মিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মিছিলের কথাও তিনি এখানে তুলে ধরেন এবং বক্তৃতায় এ কথাও বলেন পাশে একটি সিপিএমের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে সেখানে
Comments
Post a Comment