সিস্টার নিবেদিতা ক্লাবের পক্ষ থেকে
সুশোভন মিস্ত্রি বাসন্তী:- সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল বাসন্তীর গদখালী সিস্টার নিবেদিতা ক্লাবের পক্ষ থেকে দুই দিনব্যাপী ১৬ দলের বিরাট ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর পাশাপাশি এই অনুষ্ঠানের উদ্বোধনের দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই ১৬ দলের ভলিবল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সিস্টার নিবেদিতা ক্লাব ও দ্বিতীয় স্থান অধিকার করে তালদি ভলিবল অ্যাসোসিয়েশন এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সম্পাদকসহ মসজিদ বাটির পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েতের সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডঃ বি, ভট্টাচার্য এদিন জয়ী দলেদের হাতে পুরস্কার তুলে দেন এছাড়াও প্রতিবছরের ন্যায় এ বছরও বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা শিবির আয়োজন হয়েছিল এর পাশাপাশি আগামী বছরেও এই অনুষ্ঠান আরো বৃহৎ আকারে অনুষ্ঠিত হওয়ার কথা জানান ক্লাবের সম্পাদক।
Comments
Post a Comment