বর্জ্য পুনর্ববহারের বিকল্প পথ খুজে পুরষ্কৃত ডক্টর সাধন কুমার ঘোষ

সুপ্রকাশ চক্রবর্তীঃ বিদেশে বসবাসকারী এ রাজ্যের মানুষ যাতে রাজ্যের উন্নয়নে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে এগিয়ে আসতে পারে তাই ‘নন রেসিডেন্ট ওভারসিস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’ এর উদ্যোগে চতুর্থ প্রবাসী বঙ্গীয় সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা সেন অডিটোরিয়ামে । 

বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিরা কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে এ রাজ্যে বিনিয়োগ করতে পারেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে রাজ্যের উন্নয়নে ও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হয় সংস্থার পক্ষ থেকে। 

পরিবেশ রক্ষায়  বর্জ্য পুনর্ববহার নিয়ে  নানা গবেষণা ও ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যে   যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর সাধন কুমার ঘোষ, প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি ও নৃত্যশিল্পী অমিতা দত্ত কে সংস্থার পক্ষ থেকে সম্মান জানানো হয়। ডক্টর সাধন কুমার ঘোষ বলেন, বর্জ্য পুনর ব্যবহারে ক্রমশ এগিয়ে চলেছে আমাদের দেশ। তিনি আশা করেন কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত অভিযানের মত যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে তাতে আগামী দিনে বর্জ্য পুনর্ব ব্যবহারে ভারত অন্যদেশকে পথ দেখাবে। 

 রাজ্যে বর্জ্য পূর্ণ ব্যবহার শিল্পে বিদেশি বিনিয়োগের জন্য প্রবাসী ভারতীয়দের কাছে আবেদন করেন তিনি।


Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়