গরিব অসহায় মানুষদের জন্য সেবামূলক বার্তা

আদ্যাপীঠ- শুভ ঘোষ-দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ গরিব অসহায় মানুষদের জন্য সেবামূলক বার্তা। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহোদয়ের ১০৩ তম সিদ্ধোৎ ও ৫৭ তম আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা


দিবস উপলক্ষে ৮ হাজার মধ্যে নরনারায়ণ মধ্যে ৩হাজার কম্বল ও ৫০০০বস্ত্র বিতরণ উৎসব পালন করা হয়। আজকের মূলত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ ব্রহ্মচারী রিতিন ভাই,সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই,

যুগ্ম সম্পাদক বিজন বিহারী সরকার,কলকাতা হাইকোর্টের এক্সজাস্টিস শ্যামল কুমার সেন, শ্রী তপন মুখোপাধ্যায়, বিধানসভার স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুরের এস,ডি,ও শ্রী সৌরভ বারিক, কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শ্রী শোভন চট্টোপাধ্যায়, আলামিন কলেজের প্রফেসর বৈশাখী ব্যানার্জি,কামারহাটি মিউনিসিপালিটি চেয়ারম্যান শ্রী গোপাল সাহা,আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়