ইংরেজি নববর্ষের শুরুতে

শুভ ঘোষঃ কলকাতা, জানুয়ারী ২০২৪, ইংরেজি নববর্ষের শুরুতেই সেনকো গোল্ড ও ডায়মন্ডের সচেতন মূলক বার্তা কলকাতা নিউটাউন বিজনেস ক্লাব সভাঘরে অ্যাটিটিউড এবং গ্যাটিউড নতুন বছরের বার্তা জুয়েলারি সংস্থা ভারতের দ্বিতীয়তম সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস জুয়েলারি ব্যান্ড সহযোগিতায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আসনে ছিলেন কলকাতার রোমান ক্যাথলিক আর্চ বিসব অফ কোলকাতা থমাস ডিসুজা,বুদ্ধিষ্ট বুদ্ধজ্যোতি ভিক্ষুক,হজকমিটির মেম্বার মৌলানা সৈয়দ মেহর আব্বাস  রিজভী, ইসকন মোনকশ্রি, সেনকো গোল্ড ও ডায়মন্ড এমডি ও সি ই ও কর্ণধার শুভঙ্কর সেন,ডাইরেক্টর ও মার্কেটিং হেট মিস জয়িতা সেন, হিডকোর এমডি শ্রী দেবাশীষ সেন উপস্থিত ছিলেন। আজকের এই মূলত অনুষ্ঠানে বিশেষ অতিথি দ্বারা বৃক্ষ রোপন ও ব্যবস্থা করা হয়। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়