আই আই এফ এল
শুভ ঘোষঃ কলকাতা, আই আই এফ এল সংস্থার পক্ষ থেকে ৩০ শে নভেম্বর ২০২৩ তারিখে কলকাতা সল্টলেকের নিজস্ব অফিসে একটা প্রেস কনফারেন্সের অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আই,আই,এফ,এল এর প্রেসিডেন্ট এবং চিফ বিজনেস অফিসার মনোজ পাসাঙ্খা এই আই,আই,এফ,এল এর সামাস্ত্যা ফিনান্স লিমিটেডের একটা ঋণদাতা সংস্থা এই সংস্থা ভারতের বৃহত্তম সংস্থা গ্রাম্য অনাগ্যা অধিকার এলাকার পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই সংস্থা একটা অতুলনীয় ঋণদানের ব্যবস্থা করে তাদের স্বনির্ভর হওয়ার সুযোগ করে দেওয়ার একটা চিন্তাশীল ভাবনা রেখেছে।
Comments
Post a Comment