গঙ্গাসাগরে

সুশোভন মিস্ত্রী-দক্ষিণ ২৪ পরগনাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩'  আজ গান্ধীজি জন্ম জয়ন্তী, গঙ্গাসাগর প্রশাসনের উদ্যোগে সবুজ সংঘ এবং  ওএনজিসির ব্যবস্থাপনায় গঙ্গাসাগর কপিলমুনির পাদদেশে স্বচ্ছ অভিযানের শুভ উদ্বোধন হয়। এক কিলোমিটার এলাকা জুড়ে নদীর চর, কপিল মুনি এলাকার বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। 

এই স্বচ্ছ ভারত অভিযানে ঝাড়ুভাতে গঙ্গাসাগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল,  গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন প্রধান সহ সবুজ সংঘের একাধিক ব্যক্তিত্ব এবং স্কুলের শিক্ষকরা পরিষ্কার করেন। বিশেষ করে লক্ষ্য করা যায় প্রায় শতাধিক পরিবারের হাতে দুটি করে ডাস্টবিন বাক্স তুলে দেওয়া হয়। এই ডাস্টবিনের একটিতে সহজে পচনশীল পরিত্যক্ত জিনিস অন্যটিতে সহজে পচনশীল নয় এমন পরিত্যক্ত জিনিস রাখার জন্য বলা হয়। 

আগামী দিনে এই ডাস্টবিন বাক্স সাগরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলে সবুজ সংঘের সদস্য চন্দ্র দাস জানান। তিনি আরো বলেন সবুজ সংঘ নামক সংস্থা বিগত প্রায় ১০ বছর ধরে এলাকায় ম্যানগ্রো বোসানো থেকে শুরু করে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসছেন বর্তমানে ওএনজিসি নামক সংস্থা তাদের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করছে।

এবং এই কাজে সহযোগিতা করে আসছে গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতি এবং গঙ্গাসাগর ব্লক প্রশাসন। তবে প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই সমাজসেবা মূলক কাজ করার জন্য 

সবুজ সংঘ এবং ওএনজির ধন্যবাদ জানানো হয়।।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়