শিক্ষক দিবসে, আর্টস একাডেমির বার্ষিক অনুষ্ঠান

 

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, বিগত বছরের মতো এবছরও বাঘাযতীনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আর্টস একাডেমি তাদের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, মঙ্গলবার,৫ সেপ্টেম্বর,২০২৩, তথা শিক্ষক দিবসে।এদিন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে. ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে সম্মাননা জ্ঞাপন করা হয়। সব শেষে ছিল পুরস্কার বিতরণ।প্রথা মেনে এ বছরও প্রদান করা হয় আনন্দ পদক।২০২৩ সালর জন্য এই পদক পেলেন ছাত্র ছাত্রীদের মধ্যে সেরা  নির্বাচিত হয় লিজা সর্দার।

প্রসঙ্গত এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জীব মান্না, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক গৌতম কর্মকার,বিশিষ্ট যাদুকর মৃত্যুঞ্জয় হালদার। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে প্রতিষ্ঠানের কর্ণধার অরিজিৎ নাগ জানালেন এই প্রথম প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেস্ট স্টুডেন্টকে ক্যাশ প্রাইজ দেওয়া হল যার মূল্য ৫০০০ টাকা। তিনি ধন্যবাদ জানান অভিভাবকদের যারা তাদের সন্তানদের সাফল্যের জন্য সর্বদা ইতিবাচক মনোভাব পালন করেন। এ ছাড়াও তিনি ধন্যবাদ জানান তার প্রতিষ্ঠানের সহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদেরও. তার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ বছর বার্ষিক পরীক্ষায় আশাব্যাঞ্জক ফলাফল করেছে। তিনি আশা প্রকাশ করেন আগামীদিনে  তার প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী দীপঙ্কর গাঙ্গুলি।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়