থিমের প্রথাভাঙ্গা লড়াই মানবিকতার লড়াই
অরুন লোধ, কলকাতা, রাবিবার, ০৩ সেপ্টেম্বার, ২০২৩' বেহালার দেবদারু ফটোকে র দুর্গাপূজার ২০২৩, ৫১ তম বর্ষে পা দিল, দুর্গা পূজার থিমের ব্যানারের উদ্বোধন হলো। থিমের প্রথাভাঙ্গা লড়াই মানবিকতার লড়াই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি রত্না চ্যাটার্জী চেয়ারপারসন বেহালার পূর্বে বিদায়িকা এবং শ্রী গোপাল হালদার ভাইস চেয়ারম্যান শক্তিপদ মন্ডল ক্লাবে সভাপতি শ্রী সোহম চক্রবর্তী সহ-সভাপতি বাংলা ফিল্মের নায়ক শ্রীযুক্ত দিলীপ মন্ডল প্রধান পৃষ্ঠা পোষক এবং পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীযুক্ত অলক সান্যাল প্রধান উপদেষ্টা এবং শ্রী সুদী প কুমার সাহা প্রধান সম্পাদক এবং সৃজন এ সুযোগ বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস মাইতি প্রতিমায় পবিত্র বর্মন কলা সংগীতে ইমন চক্রবর্তী।
Comments
Post a Comment