কন্যাশ্রী দিবস উদযাপন
দেবাঞ্জন দাস, কলকাতা, ১৪ আগস্ট’ ২০২৩, কন্যাশ্রী দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে সোমবার আলিপুরে কন্যাশ্রী দিবস পালন করা হয়। উল্লেখ্য এই বছর কন্যাশ্রী দিবসের ১০ বছর পূর্ণ হল।
এদিন জেলার তিনটি স্কুলকে কন্যাশ্রী প্রকল্পে ভালো কাজ করার জন্য পুরস্কার দেওয়া হয়: বাসন্তীর জনপ্রিয় নগর জনপ্রিয় বিদ্যালয় (উ মা) , কুলটি গভারমেন্ট কলোনি রিফিউজি গার্লস হাই স্কুল, এবং ঘাটেশ্বর বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক।
জেলার তিনটি সেরা কলেজ যারা কন্যাশ্রী প্রকল্পে ভালো কাজ করে তাদেরকেও পুরস্কৃত করা হয়। তারা হলেন বজ বজ কলেজ, সুন্দরবন মহাবিদ্যালয় এবং রায়দিঘি কলেজ।
কন্যাশ্রী দিবস ২০২৩ উপলক্ষে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেই ফুটবল প্রতিযোগিতায় সোনারপুর খেয়াদহ হাই স্কুল বিজয়ী হয়। এই কন্যাশ্রী দিবসে তাদেরকে সম্মান জানানো হয়।
এদিন ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পরিবেশনায় : চট্ট কালিকাপুর সুবিদ আলী গার্লস হাই স্কুল এবং কলাগাছিয়া কৈলাস কামিনী হাই স্কুল।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার এডিএম ট্রেজারি অদিতি চৌধুরী, এডিএম ডেভেলপমেন্ট শঙ্খ সাঁতরা সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
Comments
Post a Comment