বন্ধুত্বে- ভালোবাসায়- উষ্ণতায় বলয় তৈরি হয়েছিল নদিয়া সাহিত্য উৎসবে
পার্থ মুখোপাধ্যায়,
শান্তিপুর :- রবিবার সকালে নদীয়া জেলার শান্তিপুরে
অবস্থিত শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে জেনারেশন অ্যাচিভারের ব্যবস্থাপনায় নদীয়া সাহিত্য উৎসবের আয়োজন করা
হয়।
উক্ত এই সাহিত্য
উৎসব উপলক্ষে শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে বসেছিল এক চাঁদের হাট। কথামতো গান, কবিতার
ডালি নিয়ে হাজির ছিলেন বেশ কিছু শিল্পী। শ্রাবণঘন গহন মোহে এই বর্ণময় উদযাপন ছিল
চোখে চোখ রাখার মতো। এদিন বন্ধুত্বে- ভালোবাসায়- উষ্ণতায় এমন একটা বলয় তৈরি হয়েছিল
যা প্রশংসার দাবি রাখে।
যাঁরা বেশিরভাগই
দীর্ঘ বছর ধরে প্রতিভা আর পরিশ্রম দিয়ে আপন দক্ষতায় এ জগতে প্রতিষ্ঠিত হয়ে তাঁদের
নিজস্ব আকাশটিকে ছুঁতে পেরেছে এমন কয়েকজনকে সম্মান দিতে পেরে আপ্লুত জেনারেশন অ্যাচিভার
এর পরিচালন মন্ডলী। নিজস্ব প্রতিভা, পরিশ্রম আর আপন দক্ষতায় এদিন সম্মানিত হলেন পরিচালক
রাজকুমার দাস, বিশিষ্ট সাংবাদিক, লেখিকা, পরিচালক বেবি চক্রবর্তী, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের
বিভিন্ন সাহিত্য পত্রিকার সম্পাদক, এবং প্রকাশনীর কর্ণধার, দীনেশ ভট্টাচার্যের স্মৃতি পুরস্কার প্রদান করা
হয় রমেন ভদ্র মহাশয় কে। এছাড়া বেশ কিছু গুণীজনকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
এছাড়া 'নন্দনে
নদিয়া' নামে সংকলনটির শুভ মোড়ক উন্মোচিত হয়। এই নন্দনে নদীয়া নামক সংকলনটিতে কলম
ধরেছেন দুই বাংলার জনপ্রিয় কবি, সাহিত্যিক, নাট্যকার আরণ্যক বসু, বিশিষ্ট কবি এবং
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম জয়দীপ চট্টোপাধ্যায়, প্রাক্তন ব্রিগেডিয়ার
তুষার কান্তি মুখোপাধ্যায়, সৈয়দ খায়রুল আলম, গৌতম চট্টোপাধ্যায়, পরান মাঝি, মৃনালিনী
ভট্টাচার্য প্রমূখ।
এই অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ প্রামানিক, সমীর মুখোপাধ্যায়,মহাশ্বেতা
বন্দ্যোপাধ্যায়, রাজা রামমোহন রায়ের উত্তরসূরী ডাঃ রজত মোহন রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
কবি সাহিত্যিক কোরআন মাঝি, কবি বাণীব্রত, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার
হালদার প্রমূখ। উক্ত মনোরম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী প্রবীর কুমার দে
এবং শান্তিপুরের গৌরব অঙ্কিতা কুন্ডু।
গতকাল শান্তিপুর
পাবলিক লাইব্রেরির পূর্ণ সভাগৃহে পরিবেশনার ও নান্দনিক স্মারক গ্রহণের যে আনন্দঘন স্মৃতিচিত্র
ফুটে উঠলো তা মনের মনিকোঠায় চির ভাস্বর হয়ে থাকবে।
Comments
Post a Comment