আজকাল পরশু পত্রিকার প্রকাশ
বেবি চক্রবর্ত্তী , রহড়া , ১৫ ই অগস্ট, ২০২৩- মুক্তির মন্দির সোপান তলে -- কত প্রাণ হল বলিদান ! লেখা আছে আশ্রু জলে ... কত
বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দি শালার ওই শিকল ভাঙা - " যারা স্বর্গগত তারা এখনো
জানে স্বগের চেয়ে প্রিয় জন্মভূমি " --
এই গানের মধ্যে দিয়ে শত রক্তে বলিদান বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্য দিয়ে আজকাল পরশু পত্রিকা প্রকাশিত হয় মিরাকেল
অফ্ স্পাইস্ রহড়া খড়দহে | এখানে আলোচ্য বিষয় ছিল কবি - লেখকের দায়বদ্ধতা ও কবিতায়
ছন্দ | এছাড়াও মাতৃভাষার প্রতি আন্তরিকা ক্রমশ ইংরেজি শব্দের ভিড়ে বিলুপ্তির পথে
| বিদেশি ভালো কিছু অনুকরণ করা আর অনুসরণ করাতে ধীরে ধীরে আপন স্বর্তা হ্রাস হয়ে পড়ে
| যেমন সময় সরে যায় কিন্তু স্মৃতি থেকে যায় চেতনা কিংবা হয়তো অবচেতনে ফিরে আসে
প্রয়োজনে, বর্তমানকে পাশে রেখে চোখের সামনে ভেসে ওঠে অতীত | এই অনুষ্ঠানে হারিয়ে
যাওয়া বিপ্লবী এবং আন্দামান সেলুলার জেলের অকথ্য অত্যাচার সহ্য করে বলিদান রত সহস্র
বিপ্লবীদের অশ্রু আজও গভীর রাতে রক্তে জমা ক্ষত আত্মনার্দ শোনা যায়, ১৯৪৫ সালে জাপানের প্রধানমন্ত্রী তেজো আন্দামানকে
আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে তুলে দেওযার পর আত্মত্যাগী শহিদ বিপ্লবীদের শ্রদ্ধা ও
শান্তি কামনায় " প্রথম তেরাঙ্গনা বিজয়ের
জাতীয় পতাকা" তুলেছিলেন সাধরণ জনগণের অধিনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসু
| এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পত্রিকার সভাপতি
সাধন চট্টোপাধ্যায় , সম্পাদক শশাাঙ্ক দাস বৈরাগ্য , সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক প্রদীপ
সরকার | এছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন সন্দীপ
রায় , জয়ন্ত কুন্ডু , আরেফা গোলদায় , দীপা
দত্ত , কৌশিক ঘোষ , শঙ্কর ভৌমিক , রবীন বসু , শ্রী গুপ্ত, অমর বন্দোপাধ্যায় , রূপক
ঘটক , নীলাজ্ঞন মুখোপাধ্যায় , ফটিক চৌধুরি ,
ময়ূরী চট্টোপাধ্যায়, শেফালী দেবনাথ, বেবি চক্রবর্ত্তী, শ্যামশ্রী চৌধুরী মজুমদার
এবং প্রমুখ বিশিষ্ঠ ব্যক্তিরা | এই সময়ের বাংলা কবিদের একান্ত জরুরি কথা তুলে ধরে
স্বরচিত কবিতার অনুবাদ পাঠ সমৃদ্ধ করুক আধুনিক
কবিতা চর্চাকে , ইতালীয় কবি জিওভান্নি পাসকোলি ও ইংরেজ কবি সিলভিয়া প্লাথ অনুবাদ
পত্রিকাটি আধুনিক কবিদের সম্পদ বলে মন্তব্য করেন
আজকালপরশু পত্রিকার সম্পাদক শশাঙ্ক দাস বৈরাগ্য | বাংলায় নবাগত কবি - লেখকদের
অনুপ্রেরণার ও মাতৃভাষা প্রতি আন্তরিকতা বাঞ্ছনীয় আধুনিক যুবসমাজের |
Comments
Post a Comment